1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ০৪ মে ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

মন্দা বাজারে এসএমই’র চমক!

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

দেশের পুঁজিবাজারের মূল বোর্ডে চলছে টানা দরপতন। রোববার (২১ এপ্রিল) এ পতন গড়িয়েছে পঞ্চম দিনে। তবে এদিন ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফরম। আজ এই বাজারে তালিকাভুক্ত শতভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

ডিএসই এসএমই প্ল্যাটফরমে তালিকাভুক্ত ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে; যার প্রতিটিরই শেয়ারের দাম বেড়েছে। শেয়ারের মূল্য বৃদ্ধির হার ছিল সর্বনিম্ন শুন্য দশমিক ২৮ শতাংশ থেকে ৯ দশমিক ৮০ শতাংশ পর্যন্ত।

রোববার লেনদেন ও শেয়ারের মূল্য বৃদ্ধি-উভয় দিক থেকে সবার উপরে ছিল বিডি পেইন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৯ দশমিক ৮০ শতাংশ বেড়ে ৫০ টাকা ৪০ পয়সা হয়েছে। এদিন বাজারে কোম্পানিটির ৭ কোটি ৯১ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

মূল্য বৃদ্ধিতে দ্বিতীয় স্থানে থাকা ওরিজা এগ্রোর শেয়ারের দাম ৬ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৩৭ টাকা ৫০ পয়সা হয়েছে। এদিন বাজারে কোম্পানিটির ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৫ দশমিক ৬৬ শতাংশ মূল্য বৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ২১ টাকা ৩০ পয়সা। এ দিন বাজারে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৪২ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

মূল্য বৃদ্ধিতে চতুর্থ স্থানে থাকা মাস্টার ফিড এগ্রোর শেয়ারের দাম ৪ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৬ টাকা ২০ পয়সা হয়েছে। এদিন বাজারে কোম্পানিটির ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

এদিন হিমাদ্রি লিমিটেড ৩ দশমিক ২৩ শতাংশ মূল্য বৃদ্ধি নিয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দাম দাঁড়ায় ২ হাজার ৫৯৯ টাকা। তবে এদিন কোম্পানিটির মাত্র ৭টি শেয়ার লেনদেন হয়।

বাকী কোম্পানিগুলোর মধ্যে কৃষিবিদ সিডের শেয়ারের দাম ২ দশমিক ৮৩ শতাংশ, স্টার অ্যাডহেসিভের ২ দশমিক ৩৬ শতাংশ, ওয়েব কোটসের ২ দশমিক ০২ শতাংশ, কৃষিবিদ ফিডের ১ দশমিক ৯২ শতাংশ ও এমকে ফুটওয়্যারের ১ দশমিক ৪৯ শতাংশ দাম বেড়েছে।

এর পরে অবস্থান করা কোম্পানিগুলো হচ্ছে- বেঙ্গল বিস্কুট (১.৪৯%), আছিয়া সি ফুড (১.৩০%), আল-মদিনা ফার্মাসিউটিক্যালস (১.২১%), নিয়ালকো অ্যালয়েজ (১.০২%), এপেক্স ওয়েভিং (০.৬৬%), মামুন এগ্রো (০.৬২%), ওয়ান্ডারল্যান্ড টয়জ (০.৩২%) এবং এগ্রো অর্গানিকা (০.২৮%)।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ