1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১৮ অপরাহ্ন

ডিএসইতে সূচক ও লেনদেন উত্থানের ধারা অব্যাহত

  • আপডেট সময় : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে সিংহভাগ শেয়ারের দর বাড়ায় ডিএসইতে সূচকের উত্থান দেখা গেছে। একই সঙ্গে গতকাল ডিএসইর লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থানের ধারা অব্যাহত ছিল এবং দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ০৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৩৪ শতাংশ বেড়ে ৫ হাজার ৭৯৬ দশমিক ১২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৯ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৩ শতাংশ বেড়ে ১ হাজার ২৬৬ দশমিক ৪০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক শূন্য দশমিক ৭৯ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে দুই হাজার ১৪ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৪৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৩৩ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল ডিএসইর লেনদেন ২ কোটি ৭৮ লাখ টাকা বেড়েছে। এদিন ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৫৮৩টি শেয়ার ১ লাখ ২১ হাজার ৭২৫ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২২টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত ছিল ৬২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২০ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৮ কোটি ৪৮ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ৫৬ লাখ, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫ কোটি ২০ লাখ, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ১৪ কোটি ৪৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১০ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ৮ কোটি ৮৪ লাখ, ফু ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ কোটি ৩৯ লাখ, গোল্ডেনসন লিমিটেডের ৮ কোটি ২১ লাখ, ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গতকাল ১০ শতাংশ শেয়ারদর বেড়ে টপটেন গেইনারের শীর্ষে উঠে আসে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। এর পরের অবস্থানে থাকা মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ৯ দশমিক ২৭ শতাংশ, আলিফ মেনুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৮ দশমিক ৯১ শতাংশ, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের ৮ দশমিক ৮৬ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলস লিমিটেডের ৮ দশমিক ৪০ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইল লিমিটেডের ৮ দশমিক ১২ শতাংশ, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ৭ দশমিক ৯২ শতাংশ, জাহিন স্পিনিং লিমিটেডের ৬ দশমিক ২৫ শতাংশ, প্যাসিফিক ডেনিমস লিমিটেডের ৫ দশমিক ৬০ শতাংশ এবং লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ৫ দশমিক ৩১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৫৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৯ হাজার ৯৯৩ দশমিক ৮৩ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৪০ পয়েন্ট বা শূন্য দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৬ হাজার ৬১৪ দশমিক ৪৬ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর। সিএসইতে গতকাল মোট ১৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ৯ কোটি ৫৯ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের চেয়ে গতকাল সিএসইতে ৪ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন বেড়েছে।

সিএসইতে গতকাল লেনদেনের শীর্ষে উঠে আসে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির মোট ৪ কোটি ৩৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এর পরের অবস্থানে থাকা সিটি ব্যাংক লিমিটেডের ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২ কোটি ২৫ লাখ, ফাইন ফুডস লিমিটেডের এক কোটি ১০ লাখ ৪০ হাজার, তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির ৫০ লাখ ৭০ হাজার, রবি আজিয়াটা লিমিটেডের ১৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১৫ লাখ ৪০ হাজার, শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৪ লাখ ৪০ হাজার, ফরচুন শুজ লিমিটেডের ১৩ লাখ এবং ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের ১২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ