1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

একমি পেস্টিসাইড শেয়ার কেলেঙ্কারি নিয়ে বিএসইসিতে নতুন উত্তাপ

  • আপডেট সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শেয়ারবাজারে আলোচিত একমি পেস্টিসাইড লিমিটেডের প্লেসমেন্ট শেয়ার ইস্যু নিয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত শেষ করে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে দুদকে পাঠানোর আগে অভিযুক্ত চার বিনিয়োগকারী নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ চেয়ে কমিশনে আবেদন জানিয়েছেন।

সূত্র জানায়, প্লেসমেন্ট শেয়ার ইস্যুর সময় অর্থ জমা ছাড়াই শেয়ার বরাদ্দ দেওয়ার অভিযোগে একমি পেস্টিসাইডের পরিচালনা পর্ষদের ছয়জনসহ মোট ১৫ ব্যক্তি ও ছয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিদ্ধান্ত নেয় বিএসইসি। এই ঘটনায় একাধিক প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারী জড়িত বলে তদন্তে উঠে এসেছে।

চার বিনিয়োগকারী—বেঙ্গল অ্যাসেট হোল্ডিংস লিমিটেড, চট্টগ্রাম প্লাস্টিক অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ব্যক্তি বিনিয়োগকারী রুহুল আজাদ—বিএসইসিকে দেওয়া চিঠিতে দাবি করেছেন, তারা নির্ধারিত অর্থের চেয়েও বেশি মূল্যে শেয়ার কিনেছেন। অথচ কমিশন তাদের ব্যাখ্যা নেওয়ার সুযোগ না দিয়েই সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

গত ২৬ সেপ্টেম্বর বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর পাঠানো ওই চিঠিতে কমিশনের এনফোর্সমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মাহমুদা শিরীনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করা হয়। চিঠিতে তদন্ত প্রতিবেদন, কমিশন সভার প্রেস বিজ্ঞপ্তি ও ব্যাখ্যা তলবের সুযোগ চাওয়া হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তালিকাভুক্ত হওয়ার আগেই কোম্পানি সংশ্লিষ্টরা তিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে প্রায় ১৪ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কোম্পানির ব্যাংক হিসাব ছাড়াও ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহা, প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজা ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে অর্থ লেনদেন করা হয়।

এই অর্থের বিপরীতে মোট ১ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৩২৯টি শেয়ার (বোনাসসহ) ইস্যু করা হয়, যার মূল্য নির্ধারণ করা হয় ১১ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার টাকা। অর্থাৎ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

বিষয়টি নিয়ে বিএসইসির মুখপাত্র আবুল কালাম বলেন, “আমাদের তদন্তে প্রমাণ মিলেছে—কেউ কেউ ভুয়া ব্যাংক ডকুমেন্টস জমা দিয়েছে, কেউ আংশিক টাকা দিয়েছে, আবার কেউ এক টাকাও না দিয়ে শেয়ার বরাদ্দ নিয়েছে। বিষয়টি দুদকে পাঠানো হয়েছে, তবে যারা প্রকৃত অর্থ পরিশোধ করেছে, তাদের রিভিউয়ের সুযোগ থাকবে।”

বিএসইসির ৯৭৩তম কমিশন সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শুধু ওই চার বিনিয়োগকারীই নন—কোম্পানি সংশ্লিষ্ট আরও ছয় পরিচালক, কর্মকর্তা এবং আলোচিত ‘ছাগলকাণ্ডের’ মতিউর রহমানসহ মোট ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুদকে প্রতিবেদন পাঠানো হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চেয়ারম্যান শান্তা সিনহা, ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান সিনহা, পরিচালক আহসান হাবিব সিনহা, কে এম হেলুয়ার, কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ ও প্রধান অর্থ কর্মকর্তা সেলিম রেজা। এছাড়া ব্যক্তি বিনিয়োগকারীদের মধ্যে রয়েছেন মতিউর রহমান, মো. আফজাল হোসাইন, তোফাজ্জল হোসাইন ফরহাদ, জাবেদ এম মতিন, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শেখ মোহাম্মদ সরোয়ার, তৌহিদা আক্তার ও রানা ইসলাম।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে এসকে টিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং এনআরবি ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।

প্রসঙ্গত, ১৫০ কোটি টাকার অনুমোদিত মূলধনের মধ্যে একমি পেস্টিসাইডের পরিশোধিত মূলধন ১৩৫ কোটি টাকা। ‘বি’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় এবং ৩ কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ৩০ কোটি টাকা সংগ্রহ করে। তালিকাভুক্তির পর থেকেই কোম্পানির তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক চলছেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ২৯ সেপ্টেম্বর ২০২৫