1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন

৮ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, ২টির লাল কার্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
dividend

চলতি সপ্তাহে (রবিবার, সোমবার ও মঙ্গলবার) শেয়ারবাজারে তালিকাভুক্ত মোট ৮টি কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে এর মধ্যে ৬টি কোম্পানি বিনিয়োগকারীদের লভ্যাংশ দিলেও, দুটি কোম্পানি এবারও ‘নো ডিভিডেন্ড’-এর ঘোষণা দিয়েছে। আরও একটি কোম্পানি দীর্ঘ ৩০ বছর পর বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের সুখবর দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এই তথ্য জানা গেছে।

ইবনে সিনা ফার্মা

ওষুধ খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি দিয়েছিল ৬৩ শতাংশ ক্যাশ। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২৭ পয়সা, যা গত বছর ছিল ২১ টাকা ৪৬ পয়সা। তবে নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) বেড়ে দাঁড়িয়েছে ২৩ টাকা ১৬ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১২৫ টাকা ৬৯ পয়সা। কোম্পানির এজিএম হবে আগামী ২৩ নভেম্বর, রেকর্ড ডেট ২৬ অক্টোবর।

অ্যাপেক্স ফুটওয়্যার

জুতা খাতের অ্যাপেক্স ফুটওয়্যার ঘোষণা দিয়েছে ৫০ শতাংশ ডিভিডেন্ডের। এর মধ্যে ২৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক। তবে কোম্পানির আয় কমেছে। সমাপ্ত বছরে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৮ টাকা ৬২ পয়সা, যা গত বছর ছিল ১১ টাকা ২২ পয়সা। শেয়ারপ্রতি নগদ প্রবাহও উল্লেখযোগ্যভাবে কমে ৫৬ টাকা ৪৮ পয়সায় দাঁড়িয়েছে। এজিএম হবে ২৬ নভেম্বর, রেকর্ড ডেট ২০ অক্টোবর।

এনভয় টেক্সটাইল

এনভয় টেক্সটাইল বিনিয়োগকারীদের দিয়েছে বড় চমক। কোম্পানিটি এবার ঘোষণা দিয়েছে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, যা গত বছর ছিল মাত্র ২০ শতাংশ। আয়ও বেড়েছে। শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৮ টাকা ৪০ পয়সায়, যা গত বছর ছিল ৩ টাকা ৫৮ পয়সা। কোম্পানির এনএভিপিএস হয়েছে ৫৮ টাকা ৩২ পয়সা। এজিএম হবে ৬ ডিসেম্বর, রেকর্ড ডেট ২৬ অক্টোবর।

সিভিও পেট্রোকেমিক্যাল

কোম্পানিটি ঘোষণা করেছে ২০ শতাংশ ডিভিডেন্ড—এর মধ্যে ১১ শতাংশ ক্যাশ ও ৯ শতাংশ স্টক। শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ৩ টাকা ৮২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৩৪ পয়সা। নগদ প্রবাহও বেড়ে ৭ টাকা ৬৫ পয়সায় পৌঁছেছে। এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৯ পয়সা। এজিএম হবে ১০ ডিসেম্বর, রেকর্ড ডেট ৩০ অক্টোবর।

দুলামিয়া কটন

৩০ বছর পর অবশেষে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিতে যাচ্ছে দুলামিয়া কটন। কোম্পানিটি ঘোষণা করেছে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৫ পয়সা। যদিও কোম্পানির নিট সম্পদমূল্য এখনো ঋণাত্মক—মাইনাস ৩৯ টাকা ৮৩ পয়সা। এজিএম হবে ৩ ডিসেম্বর।

বঙ্গজ

বঙ্গজ লিমিটেড এবার দিয়েছে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। আগের বছর ছিল ৪ শতাংশ। আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ২৮ পয়সা, আগের বছর ছিল ৩১ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বেড়ে দাঁড়িয়েছে ২১ টাকা ২ পয়সা। কোম্পানির এজিএম হবে ১২ নভেম্বর, রেকর্ড ডেট ২১ অক্টোবর।

তাল্লু স্পিনিং

তাল্লু স্পিনিং বিনিয়োগকারীদের হতাশ করেছে। কোম্পানিটি এবারের মতো আবারও কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি। বরং ২০২৫ সালে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ২ টাকা ৭৯ পয়সা। নিট সম্পদমূল্য কমে দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৪ পয়সায়। এজিএম হবে ১২ নভেম্বর, রেকর্ড ডেট ২১ অক্টোবর।

মিথুন নিটিং

মিথুন নিটিংয়ের কারখানা ২০১৯ সাল থেকে বন্ধ। এ কারণে কোম্পানির শেয়ারপ্রতি আয় এবং নগদ প্রবাহ শূন্য রয়েছে। ডিভিডেন্ড দেওয়ার মতো অবস্থায় নেই প্রতিষ্ঠানটি। বিএসইসি ইতিমধ্যে কোম্পানিটির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। আগামী ১২ নভেম্বর কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট ২৯ অক্টোবর।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ১৮ সেপ্টেম্বর ২০২৫