1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহ স্থগিত

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ারবাজারে বড় বিনিয়োগকারীদের মুনাফার তথ্য সংগ্রহের প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, তা প্রশমিত হবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তাদের মতে, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় এটি এক গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পদক্ষেপ।

গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের কাছে ৫০ লাখ টাকা বা তার বেশি মুনাফা অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা চেয়ে একটি চিঠি দেয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ব্রোকারেজ হাউসগুলোর কাছে চিঠি পাঠালেও বিকেলেই নতুন বার্তা দিয়ে ওই নির্দেশনা স্থগিত করে দেয়।

অন্যদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রথম থেকেই সতর্ক অবস্থান নেয়। তারা জানায়, এমন সংবেদনশীল তথ্য চাওয়ার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনার আগে কোনো চিঠি ব্রোকারদের কাছে পাঠানো হবে না। ডিএসই কর্মকর্তারা জোর দিয়ে বলেন, বিনিয়োগকারীদের আস্থাই বাজারের আসল চালিকাশক্তি; তাই তাদের স্বার্থ রক্ষা করাই সর্বাগ্রে বিবেচ্য।

উল্লেখ্য, জাতীয় বাজেটে শেয়ারবাজার থেকে মূলধনি মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালে কর দেওয়ার নিয়ম রয়েছে। এই কর সঠিকভাবে পরিশোধ হচ্ছে কিনা তা যাচাইয়ের জন্য গত ২৫ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিএসইসিকে একটি চিঠি দেয়। তারই ধারাবাহিকতায় কমিশন ডিএসই ও সিএসই থেকে তথ্য সংগ্রহের উদ্যোগ নেয়।

ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন, তারা সকালে সিএসইর নির্দেশনা পেলেও বিকেলের নতুন বার্তায় তথ্য পাঠানোর প্রয়োজনীয়তা আর নেই বলে জানানো হয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসবে বলেও তারা আশা প্রকাশ করেছেন।

বাজার বিশেষজ্ঞদের মতে, তথ্য সংগ্রহের চিঠির কারণে টানা দুই দিন শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছিল। তবে প্রক্রিয়াটি স্থগিত হওয়ায় রোববার থেকে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। এ সিদ্ধান্ত সামগ্রিকভাবে বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে বলেও তারা মনে করছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের পতনে চলছে লেনদেন

  • ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • genex-

    জেনেক্স ইনফোসিসে সচিব নিয়োগ

  • ১০ সেপ্টেম্বর ২০২৫