1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন

ডিভিডেন্ড বঞ্চনার পেছনে কারণ জানালো গ্লোবাল ইসলামী ব্যাংক

  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড বাতিল করেছে। আর্থিক প্রতিবেদন সংশোধনের পর লোকসান হওয়ায় ব্যাংকটি এমন সিদ্ধান্ত নিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শোকজের জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

গত বছরের ২৮ এপ্রিল ব্যাংকটি ২০২৩ অর্থবছরের জন্য মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তবে ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করা হয়। নতুন পর্ষদ আর্থিক প্রতিবেদনে বড় ত্রুটি খুঁজে পায় এবং সংশোধনের পর দেখা যায়, ২০২৩ সালে ব্যাংকটির শেয়ারপ্রতি ২১ টাকা ৭৯ পয়সা লোকসান হয়েছে এবং সংরক্ষিত আয়ও ঋণাত্মক। এর পরিপ্রেক্ষিতে কোম্পানি আইন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির পরামর্শ অনুসারে কোম্পানিটির নতুন পর্ষদ ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসইর লিস্টিং রেগুলেশন অনুযায়ী ডিভিডেন্ড ঘোষণার পর এজিএমের আগে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ না থাকলেও ব্যাংকটি লোকসানে থাকায় এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী লোকসানে ডিভিডেন্ড ঘোষণার সুযোগ না থাকায় বিএসইসি এক্ষেত্রে কোম্পানি আইন অনুসরণের পরামর্শ দেয়। গ্লোবাল ইসলামী ব্যাংক ডিএসইকে লিস্টিং রেগুলেশন পরিপালন করতে না পারার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছে।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৯ টাকা ১৪ পয়সায়। সর্বশেষ ২০২৪ অর্থবছরেও ব্যাংকটি কোনো ডিভিডেন্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৬২ পয়সা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১ টাকা ৭৭ পয়সায়। আগামী ২১ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট নির্ধারিত হয়েছে ৩১ জুলাই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ