শেয়ারবাজারে তালিকাভুক্ত নসিসি ব্যাংকের পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন ব্যাংকটির ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রচলিত বাজারদরে এসব শেয়ার কেনা হবে বলে রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) জমা দেওয়া এক ঘোষণাপত্রে জানানো হয়েছে।
তিনি জানিয়েছেন, ব্যক্তিগত শেয়ারহোল্ডিং আরও শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। যদিও ঘোষণার দিন এনসিসি ব্যাংকের শেয়ারমূল্য ১.৯২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ টাকা ২০ পয়সায়।
এর আগে, চলতি বছরের ৬ মে ব্যাংকের চেয়ারম্যান নুরুন্নওয়াজের মালিকানাধীন নেওয়াজ ইন্টারন্যাশনাল লিমিটেড এনসিসি ব্যাংকের প্রায় ১.৯৫ শতাংশ বা ২ কোটি ১৭ লাখ শেয়ার কেনার পরিকল্পনার ঘোষণা দেয়। সর্বশেষ ২০২৪ সালে এনসিসি ব্যাংক শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড প্রদান করেছে।
গত বছর ব্যাংকটি ২৩২ কোটি ৬৭ লাখ টাকা সমন্বিত নিট মুনাফা অর্জন করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ১.১২ শতাংশ বেশি। ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১০ পয়সা। যা আগের বছর ছিল ২ টাকা ০৭ পয়সা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির নিট মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৬৭ শতাংশ বেড়ে ২৮ কোটি ২২ লাখ টাকায় দাঁড়িয়েছে। তবে সর্বশেষ বছরে ব্যাংকটির শ্রেণিকৃত ঋণের পরিমাণ বেড়েছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৭৫৯ কোটি টাকা, যা তার মোট বিতরণের প্রায় ৭.৩০ শতাংশ। যা আগের বছরের তুলনায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।