1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

উল্টো চিত্র দামি কোম্পানির শেয়ারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
dse

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ মার্চ) দেশের পুঁজিবাজারে দামি শেয়ারের দরপতন হয়েছে। আগের কার্যদিবসগুলোতে কোম্পানিগুলোর শেয়ার দরে ইতিবাচক প্রবণতা থাকলেও শেষ কার্যদিবসে নেতিবাচক প্রবণতায় ফিরে্ এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে শেয়ার দর হাজার টাকার ওপরে থাকা ৮টি কোম্পানির মধ্যে ৭টিই দিনের লেনদেন শেষে পতনের তালিকায় নাম লিখিয়েছে। এ তালিকায় রয়েছে- রেকিট বেনকিজার, ইউনিলিভার কনজুমার কেয়ার, মেরিকো, বার্জার, লিন্ডে বিডি, ওয়ালটন ও রেনেটা। বিপরীতে হাজার টাকার ওপরে দর থাকা একমাত্র ইস্টার্ণ লুব্রিকেন্টের শেয়ার দর বেড়েছে।

যদিও আজ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বৃদ্ধির মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। দিনের প্রথম ৫ মিনিটের লেনদেনে ডিএসইর প্রধান সূচক ৮ পয়েন্ট বেড়ে যায়। মাঝে কিছু প্রতিষ্ঠানের দরপতন হলেও বেলা ১১টার পর আবার একের পর এক প্রতিষ্ঠানের শেয়ার দর বাড়তে থাকে।

এতে বাড়ে সূচকের উর্ধ্বমুখী প্রবণতা। দুপুর ১২টা ৭ মিনিটে ডিএসইর প্রধান সূচক ৩১ পয়েন্ট বেড়ে যায়। এরপর হঠাৎ করেই শেয়ারের দরের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলোর দরপতন শুরু হয়। যার নেতিবাচক প্রভাব পড়ে অন্যান্য কোম্পানির ওপরও। ফলে আটকে যায় সূচকের বড় উত্থান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ