1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

মুনাফার থেকে বেশি নগদ লভ্যাংশ দেবে আরএকে সিরামিকস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে যে পরিমাণ মুনাফা করেছে তার থেকে বেশি অর্থ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ হিসেবে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ১০০টাকা পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভা শেষে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ার প্রতি মুনাফা করেছে ৭৩ পয়সা।

এই মুনাফার ওপর ভিত্তি করেই আরএকে সিরামিকস ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এতে প্রতিটি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে কোম্পানিটিকে ১ টাকা দিতে হবে।

অর্থাৎ শেয়ার প্রতি ৭৩ পয়সা মুনাফা করে লভ্যাংশ দেয়া হচ্ছে ১ টাকা। এ হিসাবে লভ্যাংশ দিতে কোম্পানিটিকে রিজার্ভ থেকে প্রতিটি শেয়ারের জন্য ২৭ পয়সা নিতে হবে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া এই সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ মার্চ। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ ফেব্রুয়ারি।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ শেয়ার দাম যতখুশি বাড়তে পারবে।

তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত সীমার নিচে শেয়ার দাম নামতে পারবে না।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

লোকসান কমেছে ডেসকোর

  • ২৭ এপ্রিল ২০২৫
  • ২৭ এপ্রিল ২০২৫