পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেড বহুজাতিক ঋণদাতা সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে ৩০ মিলিয়ন ডলার ঋণ নেবে। এটি হবে বাংলাদেশের কোনো কোম্পানিকে দেওয়া এডিবির সাসটেনেবিলিটি-লিংকড ঋণ।
গত ১ অক্টোবর অনুষ্ঠিত এনভয় টেক্সটাইলসের পরিচালনা পর্ষদের বৈঠকে ঋণ চুক্তি অনুমোদিত হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত ঋণের মেয়াদ হবে ৭ বছর। এর গ্রেস পিরিয়ড হবে ১৮ মাস। অর্থাৎ প্রথম ১৮ মাস পর্যন্ত কোম্পানিটিকে ঋণের কিস্তি পরিশোধ করতে হবে না। গ্রেস পিরিয়ডের পর থেকে ১২টি অর্ধবার্ষিক কিস্তির মাধ্যমে এ ঋণ পরিশোধ করা হবে।
এডিবি থেকে নেওয়া ঋণ মূলত কোম্পানিটির উৎপাদনক্ষমতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে। এতে কোম্পানির বার্ষিক সূতা উৎপাদনক্ষমতা ৪ হাজার ৫৫০ টন বৃদ্ধি পাবে। ঋণের একাংশ দিয়ে কারখানার ছাদে সৌরবিদ্যুৎ সিস্টেম বসানো হবে, যার উৎপাদনক্ষমতা হবে সাড়ে ৩ মেগাওয়াট। এছাড়া এর মাধ্যমে স্থানীয় উৎস থেকে নেওয়া ঋণের একাংশও পরিশোধ করা হবে।
এডিবির আলোচিত ঋণ ব্যবহারে এনভয় টেক্সটাইলসের কারখানার আধুনিকায়ন হবে এবং কোম্পানির মুনাফা বাড়বে বলে কোম্পানি আশা করছে।