1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন

পর্যটকদের জন্য সেন্টমার্টিন খুলে দেওয়া হবে ১ নভেম্বর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

সেন্টমার্টিন ভ্রমণপ্রেমীদের জন্য এলো বহুল প্রতীক্ষিত সুখবর। আগামী ১ নভেম্বর থেকে পুনরায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। তবে এবার কিছু নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে খুলছে এই জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক সফটওয়ারের মাধ্যমে নিবন্ধন করে দ্বীপে যেতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, দেশের পর্যটন শিল্প রক্ষায় একটি পর্যটন নীতিমালা প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই নীতিমালা কার্যকর হলে দেশের পর্যটন খাত আরও সুনিয়ন্ত্রিত ও সুরক্ষিত হবে।

পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণে একটি বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারের মাধ্যমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে প্রতিদিন নির্ধারিত সংখ্যক পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন। যদিও সফটওয়্যারের কাজ এখনো চূড়ান্ত হয়নি, তবে মন্ত্রণালয় বলছে, প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, এবং সময়মতো এটি চালু করা সম্ভব হবে।

পর্যটকদের সংখ্যা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রথম দুই মাস (নভেম্বর ও ডিসেম্বর) দ্বীপে রাত্রিযাপন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পর্যটকরা দ্বীপে রাতযাপন করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে সেন্টমার্টিনে ভ্রমণ এবং অনুমোদিত জাহাজ নিয়ন্ত্রণে একটি যৌথ কমিটি গঠন করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, নিবন্ধন ব্যতীত কেউ দ্বীপে যেতে পারবে না। পরে অন্তর্বর্তীকালীন সরকার সেন্টমার্টিনে নয় মাস ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • সূচকের পতনে চলছে লেনদেন

  • ১৮ সেপ্টেম্বর ২০২৫