1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

লাভেলোর শেয়ার কারসাজি ঠেকাতে তিন বিও অ্যাকাউন্টে লেনদেন স্থগিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত তৌফিকা ফুডস ও লাভেলো আইসক্রিমের শেয়ার কারসাজি ঠেকাতে তিনটি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টের বিক্রি স্থগিত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল)-কে চিঠি দিয়ে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করার নির্দেশ দিয়েছে। স্থগিতাদেশটি ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে চিঠিতে জানানো হয়।

স্থগিত হওয়া বিও অ্যাকাউন্টগুলো হলো: সিবিসি ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট, সিবিসি ক্যাপিটালের চেয়ারম্যান জুয়াং লিফেং এবং তৌফিকা ফুডস ও লাভেলোর সহযোগী প্রতিষ্ঠান তৌফিকা ইঞ্জিনিয়ারিং। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত এই প্রতিষ্ঠানগুলো কোম্পানিটির মোট ৭.২৫ শতাংশ বা ৬৭ লাখ ৭৮ হাজার ২৮৩টি শেয়ার ধারণ করেছে।

বিএসইসি’র মুখপাত্র আবুল কালাম সংবাদমাধ্যমকে বলেন, তদন্তে এই তিনটি বিও অ্যাকাউন্ট থেকে কারসাজির প্রমাণ মিলেছে। চূড়ান্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগেই যাতে কারসাজির মাধ্যমে অর্জিত শেয়ার বিক্রি করতে না পারে, সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তদন্তে উঠে এসেছে, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত এই অ্যাকাউন্টগুলোতে নিয়মিত শেয়ার কারসাজি চলেছে। বিএসইসি স্বাধীনভাবে তা যাচাই করে নিশ্চিত হয়েছে এবং প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ লেনদেনও রেকর্ড করা হয়েছে।

তবে এই তিনটি অ্যাকাউন্টধারী লাভেলো ও তৌফিকা ফুডসের শেয়ার কিনতে পারলেও তা বিক্রি করতে পারবেন না। একই সঙ্গে, এই অ্যাকাউন্টগুলোতে থাকা অন্য কোনো কোম্পানির শেয়ার লেনদেনে কোনো বাধা থাকবে না।

এই খবর ছড়িয়ে পড়লে আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ডিএসইতে উত্থানের বাজারেও লাভেলো আইসক্রিমের শেয়ার ৩.১৫ শতাংশ কমে ৯৮ টাকা ৪০ পয়সায় নেমে এসেছে।

কোম্পানির আর্থিক অবস্থা ও শেয়ারের দাম

গত বছরের জানুয়ারিতে লাভেলো আইসক্রিমের শেয়ারের দাম ছিল ২৯ টাকা ৮০ পয়সা, যা কয়েক মাসে ২৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের জুন মাসে কোম্পানিটির শেয়ারের দাম ৭৮ টাকা থেকে ১০৮ টাকায় উঠে যায়।

২০২৪ অর্থবছরে লাভেলো ৯৯ কোটি ২১ লাখ টাকা রাজস্ব অর্জন করেছে, যা আগের অর্থবছরের ৯৪ কোটি ৩৭ লাখ টাকার চেয়ে বেশি। এই সময়ে নিট মুনাফা ছিল ১২ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের ১০ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৩ পয়সা হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৫.৩২ শতাংশ বেশি। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৭ পয়সায়।

২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরে তারা ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

২০২১ সালে লাভেলো আইসক্রীম আইপিও’র মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ শুরু করে। বর্তমানে কোম্পানির শেয়ারের মালিকানায় রয়েছে: স্পনসর ও পরিচালক ৩৮.৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২৫.২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারী ৩৬.০৯ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • সূচকের উত্থানে চলছে লেনদেন

  • ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • genex-

    জেনেক্স ইনফোসিসে সচিব নিয়োগ

  • ১০ সেপ্টেম্বর ২০২৫
  • ২ লাখ ২৫ হাজার শেয়ার ক্রয়

  • ৯ সেপ্টেম্বর ২০২৫