পুঁজিবাজারে সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের সহায়তায় “ফান্ডামেন্টাল এনালাইসিস, ইনভেস্টমেন্ট টেকনিকস এন্ড টুলস” শীর্ষক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ডিএসই ট্রেনিং একাডেমী।
৪ দিনব্যাপী (২৫ আগস্ট-৩ সেপ্টেম্বর ২০২৫) এ প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে গতকাল (৩ সেপ্টেম্বর) ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, অর্জিত জ্ঞানকে যদি নিজস্ব অভিজ্ঞতার সঙ্গে সমন্বয় করতে পারলে তা কর্মক্ষেত্রে উন্নতি সাধনে সহায়ক হবে। এই মার্কেটে বিনিয়োগ করার জন্য ফান্ডামেন্টাল এনালাইসিস গুরুত্বপূর্ণ। ফান্ডামেন্টাল এনালাইসিস এর পাশাপাশি বিনিয়োগ কৌশল ও টুলসও খুবই জরুরী। এগুলো একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কিত।
তিনি বলেন, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য মৌলিক বিশ্লেষণ, বিনিয়োগের কৌশল এবং আধুনিক টুলস সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি। কারণ পুঁজিবাজার অন্য যেকোনো পেশার মতো নয়। এখানে ভুল বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
তিনি আরও বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ সবসময় বিনিয়োগকারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আমাদের মূল লক্ষ্য হলো একটি স্বচ্ছ, আধুনিক ও বিনিয়োগবান্ধব পুঁজিবাজার গড়ে তোলা, যেখানে বিনিয়োগকারীরা আস্থা ও নিরাপত্তার সঙ্গে বিনিয়োগ করতে পারবেন। আমি বিশ্বাস করি, এখানে অর্জিত জ্ঞান আপনাদেরকে একজন দায়িত্বশীল ও সচেতন বিনিয়োগকারী হতে সহায়তা করবে। মূলত দীর্ঘমেয়াদি ও স্থিতিশীল বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের জন্য এই বিষয়গুলোর গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এর এ. কে. এম ফজলে রাব্বি।
৪ দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন এনবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়েদ আল মামুন হাসান, আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেডের হেড অব ইক্যুইটি রিসার্চ তানি কুমার রয়, সিএফএ, শান্তা সিকিউরিটিজ লিমিটেড-এর হেড অব রিসার্চ স্ট্রাটেজিক প্ল্যানিং এস এম গালিবুর রহমান, সিএফএ এবং সিটি ব্রোকারেজ লিমিটেড এর হেড অব রিসার্চ এন্ড ইনভেস্টমেন্ট এ. কে. এম ফজলে রাব্বি। প্রশিক্ষকবৃন্দ ম্যাক্রো এনালাইসিস, কোম্পানি এনালাইসিস, ম্যাক্রো ইকোনমিক ফ্রেমওয়ার্ক এন্ড ইন্ডাস্ট্রি এনালাইসিস এবং ভ্যালুয়েশন ফান্ডামেন্টাল মেথড ইত্যাদি বিষয় সম্পর্কে আলোকপাত করেন।