1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন

যুক্তরাজ্যের বাজারে রেনাটার নতুন ওষুধ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রেনাটা পিএলসি যুক্তরাজ্যের বাজারে তাদের নতুন ওষুধ ফ্লুড্রোকোর্টিসন ০.১ মিলিগ্রাম ট্যাবলেট বিক্রি শুরু করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে একই দেশে ক্যাবারগোলিন ০.৫ মিলিগ্রাম ট্যাবলেট-এর জেনেরিক সংস্করণ সরবরাহের পর এটি তাদের দ্বিতীয় পদক্ষেপ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, ফ্লুড্রোকোর্টিসন মূলত প্রাথমিক অ্যাডিসন রোগ এবং লবণহ্রাসকারী অ্যাড্রেনোজেনিটাল সিন্ড্রোমের চিকিৎসায় ব্যবহৃত হয়। ওষুধটি রেনাটার ইউকে এমএইচআরএ অনুমোদিত কারখানায় তৈরি করা হয়েছে এবং রেনাটা (ইউকে) লিমিটেডের মাধ্যমে বাজারজাত করা হচ্ছে।

সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রেনাটার রাজস্ব দাঁড়িয়েছে ৩ হাজার ১৫৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের ২ হাজার ৭৮৯ কোটি টাকা থেকে বেশি। তবে এই সময়ে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা কমে ১৮২ কোটি ৯৪ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের বছরে ছিল ২৬৩ কোটি ১৯ লাখ টাকা। এর ফলে তিন প্রান্তিকে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমে ১৫ টাকা ৯৫ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরে ছিল ২২ টাকা ৯৫ পয়সা।

গত ২০২৩-২৪ অর্থবছরে রেনাটা বিনিয়োগকারীদের ৯২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩১ টাকা ৫৩ পয়সা, যা আগের বছরের ২০ টাকা ৪০ পয়সার তুলনায় বেশি ছিল।

আর্থিক সক্ষমতার দিক থেকে রেনাটা একটি শক্তিশালী অবস্থানে রয়েছে। আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফা রেটিং) কর্তৃক কোম্পানিটির সর্বশেষ ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘ট্রিপল এ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’ দেওয়া হয়েছে।

১৯৭২ সালে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট ফাইজারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রেনাটার যাত্রা শুরু হয়েছিল। এরপর ১৯৯৩ সালে ফাইজার তাদের মালিকানা স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে হস্তান্তর করলে কোম্পানির নাম পরিবর্তন করে রেনাটা লিমিটেড রাখা হয়। কোম্পানিটি ১৯৭৯ সাল থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত।

বর্তমানে রেনাটার অনুমোদিত মূলধন ২৮৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৩ হাজার ২৭২ কোটি ১৪ লাখ টাকা।

শেয়ার মালিকানা কাঠামো অনুযায়ী, উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৫১.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২১.৮৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৯.৪৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.৪৪ শতাংশ শেয়ার রয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ
trade suspended

পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ

  • ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ওয়ালটনের লভ্যাংশ ঘোষণা

  • ৪ সেপ্টেম্বর ২০২৫