1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন

একীভূতকরণে সমর্থনের কথা জানাল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

  • আপডেট সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
First-security-islami-bank

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের একীভূতকরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ বিষয়ে গত মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান নিজেদের সমর্থনের কথা জানান। বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ঘোষিত একীভূতকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক চলছে। গত মঙ্গলবার ছিল তৃতীয় দিনের বৈঠক। এর আগে রোববার এক্সিম ব্যাংক এবং সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। বুধবার ইউনিয়ন ব্যাংক এবং বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। স্থগিত হওয়া বৈঠক দুটির নতুন সময়সূচি পরে জানানো হবে।

বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ ব্যাংক দেখভাল করবে।”

তিনি আরও জানান, ব্যাংকটির বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হলো বেনামি ঋণ। তার ভাষ্যমতে, “ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নিজের নামে অর্থ নেওয়া সম্ভব না হওয়ায় বেনামি ঋণের আশ্রয় নেওয়া হয়েছে। সেই টাকা ফেরত না আসায় ব্যাংকটির এই বিপর্যয়।”

সংশ্লিষ্টরা মনে করছেন, পাঁচ ব্যাংকের মধ্যে একীভূতকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় ব্যাংক খাতের ঝুঁকি কমবে এবং আমানতকারীদের আস্থা ফিরবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সরাসরি সমর্থন এই উদ্যোগকে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ