শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে। যার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি দুটির শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেছে। কোম্পানি দুটি হলো-সিনোবাংলা ও ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক।
ডিএসই বলেছে, কোম্পানি দুটির শেয়ার দাম অস্বাভাবিকহারে বৃদ্ধি পাওয়ায় ডিএসই কোম্পানি দুটির কর্তৃপক্ষের কাছে এর কারণ জানতে চায়। জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দুটি দাম এভাবে বাড়ছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৭ আগস্ট সিনোবাংলা শেয়ার দাম ছিল ৪৪ টাকা ৩ পয়সায়। যা ৩১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৮ টাকা ১ পয়সায়। ১১ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৩ টাকা ৮ পয়সা বা ৩১ শতাংশ।
অন্যদিকে, ১০ আগস্ট ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দাম ছিল ৪৪ টাকা ৫ পয়সা। যা ৩১ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১০৪ টাকা ৬ পয়সায়। ১৪ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৬০ টাকা ১ পয়সা বা ১৩৫ শতাংশ।