1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

পাকিস্তান-শ্রীলঙ্কার পথে বাংলাদেশের শেয়ারবাজার

  • আপডেট সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

দেশের শেয়ারবাজার এখন একটি সম্ভাব্য বুল মার্কেটের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, যা পাকিস্তান ও শ্রীলঙ্কার সাম্প্রতিক বাজার উল্লম্ফনের সঙ্গে তুলনীয়। এমন আশাবাদ ব্যক্ত করেছেন ইবিএল সিকিউরিটিজের গবেষণা বিভাগের প্রধান মোহাম্মদ রেহান কবির। তিনি মনে করেন, সামষ্টিক অর্থনীতির বর্তমান ইতিবাচক ধারা, স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের ফিরে আসা আস্থা বাজারকে দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধির পথে চালিত করবে।

গত রবিবার (৩১ আগস্ট) রাজধানীর মতিঝিলে ইবিএল সিকিউরিটিজের প্রধান কার্যালয়ে আয়োজিত “ইনভেস্টর অ্যাওয়ারনেস প্রোগ্রাম”-এ মূল প্রবন্ধ উপস্থাপনকালে এই মতামত দেন তিনি।

মোহাম্মদ রেহান কবির বলেন, “বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে, যেখানে পাকিস্তান ও শ্রীলঙ্কার বাজারের মতোই একটি বড় উত্থান ঘটতে পারে। ওই দেশগুলোতে মুদ্রাস্ফীতি কমা এবং ট্রেজারি বন্ডের ফলন হ্রাসের ফলে বাজারে নতুন প্রাণ ফিরে এসেছিল। বাংলাদেশও এখন একই ধরনের ইতিবাচক অর্থনৈতিক সূচকগুলোর মধ্য দিয়ে যাচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার প্রবাহ বৃদ্ধি, রেমিট্যান্সের ঊর্ধ্বগতি এবং সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড দেশের পুঁজিবাজারকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছে। তার মতে, এখন সঠিক বিনিয়োগ কৌশল ও ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে বিনিয়োগকারীরা নতুন সম্ভাবনার দুয়ার খুলতে পারেন।

ইবিএল সিকিউরিটিজের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, আর্থিক জ্ঞান বাড়ানো এবং তাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। বক্তারা মনে করেন, সঠিক তথ্য এবং কৌশল সম্পর্কে সচেতন হলে বিনিয়োগকারীরা বাজারের স্থিতিশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে ইবিএল সিকিউরিটিজের গবেষণা টিমের সদস্য রাশাদুর রহমান রতুল, রায়হান আহমেদ, এ কে এম আরিফ উজ্জামান ও জুহায়ের শামস বিনিয়োগকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা খাতভিত্তিক সম্ভাবনা, উদীয়মান ঝুঁকি এবং ভবিষ্যতের বিনিয়োগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইবিএল সিকিউরিটিজ জানায়, তারা নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করবে যাতে বিনিয়োগকারীরা শুধু তাৎক্ষণিক লাভের দিকে না ঝুঁকে দীর্ঘমেয়াদি ও টেকসই বিনিয়োগে উৎসাহিত হন। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এতে একদিকে বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান বাড়বে, অন্যদিকে একটি স্থিতিশীল ও শক্তিশালী পুঁজিবাজার গড়ে উঠবে।

ইস্টার্ন ব্যাংক পিএলসি’র শতভাগ মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে ইবিএল সিকিউরিটিজ দীর্ঘকাল ধরে তাদের গবেষণাভিত্তিক সেবা, আধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ নিয়মানুবর্তিতার জন্য দেশের অন্যতম নির্ভরযোগ্য ব্রোকারেজ হাউস হিসেবে পরিচিতি পেয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ