1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

পরিবেশ সুরক্ষায় ফলদ-বনজ-ওষুধি গাছ লাগালো বারভিডা

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

পরিবেশ সুরক্ষার অঙ্গীকারস্বরূপ বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড মেডিকেল কলেজ প্রাঙ্গণ এবং সংলগ্ন সড়কের দু’ধারে ফলদ, বনজ ও ওষুধি প্রজাতির কয়েকশো গাছ লাগানো হয়েছে।

পরিকল্পিত বনায়নের লক্ষ্যে বারভিডা বেশ কিছু দুষ্প্রাপ্য গাছও লাগিয়েছে। শনিবার (২আগস্ট) বারভিডা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বারভিডার বৃক্ষরোপণ কর্মসূচিতে কারিগরি সহায়তা দিয়েছে প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘তরুপল্লব’।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বারভিডা প্রেসিডেন্ট আবদুল হক, সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমান, জয়েন্ট সেক্রেটারি জেনারেল সৈয়দ জগলুল হোসেন এবং অর্গানাইজিং সেক্রেটারি জোবায়ের রহমান অংশ নেন। সংগঠনের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি এস এম মনসুরুল কবির (লিংকন) এবং কালচারাল সেক্রেটারি মো. গোলাম রাব্বানি (শান্ত) কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ লাগান। তরুপল্লব’র অন্যান্য নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইউনাইটেড মেডিকেল কলেজ এবং ইউনাইটেড গ্রুপের প্রতিনিধিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারভিডা ৪ দশকেরও বেশি সময় ধরে জাপানের সর্বাধুনিক প্রযুক্তির পরিবেশবান্ধব রিকন্ডিশন্ড গাড়ি আমদানি ও বাজারজাতকরণের মাধ্যমে দেশের পরিবহন খাতের বিকাশে গুরুত্বপূর্ণ সহযোগিতা করে চলেছে। পরিবেশ সুরক্ষায় কার্বন শোষণ প্রক্রিয়া এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর মাধ্যমেও বারভিডা সামাজিক দায়িত্ব পালন করে যেতে অঙ্গীকারাবদ্ধ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বারভিডার কার্যনির্বাহী সদস্য পুনম শারমিন ঝিলমিল, বেনজির আহমেদ এবং মো. হুমায়ুন কবীর ভূঁইয়া উপস্থিত ছিলেন। সংগঠনের সাধারণ সদস্যরাও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ