1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:২১ অপরাহ্ন

সোনালী আঁশের শেয়ার কারসাজির তদন্তে নেমেছে বিএসইসি

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
bsec

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাটজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজির সন্দেহজনক ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

২০২৩-২৪ অর্থবছরের আর্থিক প্রতিবেদনসহ সংঘটিত সব ঘটনা খতিয়ে দেখতে কমিটি কাজ করবে। কমিটিকে ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করে একটি প্রতিবেদন কমিশনে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিএসইসি সূ্ত্রে জানা গেছে, জুনের শেষ সপ্তাহে কোম্পানিটির শেয়ার কারসাজি তদন্তে কমিটিটি গঠন করা হয়েছে। কমিটির তিন সদস্যরা হলেন: বিএসইসির যুগ্ম পরিচালক মোহাম্মদ জহিরুল হক, বিএসইসির সহকারী পরিচালক রেজাউন নূর মেহেদী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ম্যানেজার সাইফুল ইসলাম।

সূত্র জানিয়েছে, কমিটি সোনালী আঁশের শেয়ার সংক্রান্ত বেশ কয়েকটি অভিযোগ তদন্ত করবে। এর মধ্যে রয়েছে শেয়ারের মূল্য কারসাজি, ইনসাইডার ট্রেডিং, সিরিয়াল ট্রেডিং এবং ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানির শেয়ারের জন্য কৃত্রিম চাহিদা তৈরির অভিযোগ। এই বিষয়গুলো ছাড়াও কমিটি ২০২৩-২৪ অর্থবছরের কোম্পানির আর্থিক বিবরণীও পর্যালোচনা করবে। প্রয়োজনে তদন্তের অংশ হিসেবে অন্যান্য আর্থিক নথি এবং সংশ্লিষ্ট রেকর্ডও পরীক্ষা করা হতে পারে।

সূত্র আরও জানিয়েছে, মোতাহার হোসেন নামে একজন বিনিয়োগকারীর নামে জাল শেয়ার ইস্যু করার অভিযোগ রয়েছে। বিএসইসি এই শেয়ারগুলো ডিমেটেরিয়ালাইজ করার নির্দেশ দিলেও কোম্পানি তা মানেনি। এর পরিবর্তে কোম্পানি আদালত থেকে ছয় মাসের স্থগিতাদেশ নিয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ