শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি কোম্পানির শেয়ার আজ ২০ মে ও আগামীকাল ২১ মে স্পট মার্কেটে লেনদেন হবে। আসন্ন রেকর্ড ডেটের কারণে এই দুই দিন শেয়ারগুলো শুধুমাত্র নগদ টাকায় কেনাবেচা করা যাবে।
স্পট মার্কেটে লেনদেন হবে যেসব কোম্পানির শেয়ার: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, শাহজালাল ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স এবং বিজিআইসি।
স্পট মার্কেট লেনদেন শেষে ২২ মে রেকর্ড ডেট নির্ধারিত রয়েছে। ওই দিন কোম্পানিগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।
রেকর্ড ডেটের মাধ্যমে কোম্পানিগুলো শেয়ারহোল্ডার তালিকা চূড়ান্ত করবে। যেসব বিনিয়োগকারীর নাম ওই তারিখে কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে থাকবে, তারাই পরবর্তী করপোরেট সুবিধাগুলো পাওয়ার যোগ্য হবেন।