1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ১৮ মে ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

দেশে রেমিট্যান্স আনার শীর্ষে শেয়ারবাজারের তিন ব্যাংক

  • আপডেট সময় : শনিবার, ৪ মে, ২০২৪

এপ্রিল মাসের ২৬ দিনে দেশে রেমিট্যান্স আহরণের শীর্ষে উঠে এসেছে শেয়ারবাজারের তিনব্যাংক। যেগুলো হলো ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও স্যোসাল ইসলামী ব্যাংক পিএলসি।

চলতি এপ্রিল মাসের প্রথম ২৬ দিনে দেশে আগের মতো সর্বাধিক রেমিট্যান্স আহরণ করেছে ইসলামী ব্যাংক। একক ব্যাংক হিসেবে সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণের দৃষ্টান্ত গড়েছে ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানা যায়, ইসলামী ব্যাংকের মাধ্যমে ২৬ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৪৬ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার ১১৫ কোটি ৫৫ লাখ টাকা (প্র‌তি ডলার ১১০ টাকা হিসাবে)।

অন্যদিকে, আলোচ্য সময়ে ব্র্যাক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে এসেছে ৯ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানা যাচ্ছে, চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৬৮ কোটি ৯ লাখ ৭০ হাজার ইউএস ডলার। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৪৯০ কোটি ৬৭ লাখ টাকা। এর আগে চলতি বছরের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স আসে ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। তবে এপ্রিল মাসের ৩০ দিনে পাঠানো রেমিট্যান্স আগের মাসগুলো ছাড়িয়ে যাবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

রেমিট্যান্স পাঠানো তালিকায় দ্বিতীয় অবস্থান ব্র্যাক ব্যাংক। এই ব্যাংকের মাধ্যমে ১০ কোটি ৫৬ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া সোশ্যাল ইসলামী ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ১৯ লাখ ৩০ হাজার ডলার, বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আট কোটি ৯৮ লাখ ডলার এবং জনতা ব্যাংকের সাত কোটি ৪৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাবে দেখা যায়, ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, ৬ থেকে ১২ এপ্রিল পর্যন্ত ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, ১৩ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ৪০ কোটি ৪৪ লাখ ১০ হাজার ডলার এবং ২০ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৩৯ কোটি ৯৪ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ