বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ২ প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকেরা ও কর্পোরেট উদ্যোক্তারা ২২ লাখের বেশি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। এই দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং উত্তরা ব্যাংক লিমিটেড।
জানা গেছে, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের স্পন্সর ডিরেক্টর অ্যাসোসিয়েট বিল্ডিং কর্পোরেশন লিমিটেডের কাছে থাকা ১ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯১৯টি শেয়ারের মধ্যে ১৫ লাখ ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই পরিমাণ শেয়ার কোম্পানিটির উদ্যোক্ত পারিচালক রাশেদ আহমেদ চৌধুরী কেনার ঘোষণা দিয়েছে।
এছাড়াও কোম্পানটির আরেক উদ্যোক্তা পরিচালক সৈয়্যদ মিনহাজ এলাহি ৬ লাখ শেয়ার কেনার ঘোষনা দিয়েছেন।
অন্যদিকে, উত্তরা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রবিউল হোসাইন ১ লাখ ০৮ হাজার ৯৩৬টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।
জানা গেছে, দুই প্রতিষ্ঠানের পরিচালকগণই আগামী ৩০ কাযদিবসের মধ্যে ডিএসইর ব্লক মার্কেটে বাজার মূল্যে ক্রয় করবে।