1. [email protected] : শেয়ার সংবাদ প্রতিবেদক : শেয়ার সংবাদ প্রতিবেদক
  2. [email protected] : শেয়ারসংবাদ.কম : শেয়ারসংবাদ.কম
  3. [email protected] : Zahir Islam : Zahir Islam
  4. [email protected] : muzahid : muzahid
  5. [email protected] : nayan : nayan
  6. [email protected] : khadija : khadija khadija
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ন

তিন বীমা কোম্পানিসহ পাঁচ শেয়ারে ঝোঁক দেখালো বিনিয়োগকারীরা

  • আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে লেনদেনের এক পর্যায়ে পাঁচ কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও হয়ে গেছে। এসব কোম্পানির শেয়ার কিনতে কিছু বিনিয়োগকারীর ঝোঁক দেখা যায়। একই সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে শেয়ারগুলো।

কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স , ফার কেমিক্যাল, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স। আজ ১৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

আলহাজ টেক্সটাইল : আজ বুধবার এ শেয়ারের দর ১৪ টাকা ৪০ পয়সা বেড়ে ১৫৮ টাকা ৮০ পয়সায় ওঠে আসে।

গত এক বছরে এ শেয়ারের দর ৯১ টাকা ৭০ পয়সা থেকে ২০৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে যেখানে আয় হয়েছিল ১৮ পয়সা।

চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বেড়ে ৭৪ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির। গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা থেকে ৭৮ টাকায় ওঠানামা করে।

প্রতিষ্ঠানটি এখনও চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের তারিখ ঘোষণা করেনি।

মেঘনা ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বেড়ে ৩৯ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।

গত সোমবারও এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা বেড়ে ৩৩ টাকায় উঠে আসে। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় ওইদিনও ততটাকা বেড়েছে শেয়ারটির। গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা থেকে ৫৯ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।

‘বি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৫০ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ মাসে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৬ পয়সা।

ফার কেমিক্যাল: আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১০ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।

চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসনা হয়েছিল যেখানে ১৭ পয়সা।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স: আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ৪৯ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।

চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসনা হয়েছিল যেখানে ১৭ পয়সা। আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে স্থির হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি শেয়ারের, কমেছে ৬৬টির ও অপরিবর্তীত রয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ার দর।

টাকার অংকে লেনদেন হয়েছে মোট ৭১১ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি টাকা

সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া দশ কোম্পানি হলো- চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ফার কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পেপার প্রোসেসিং, গ্লোবাল ইন্স্যুরেন্স।

সর্বোচ্চ দর কমা দশ কোম্পনি হলো- ন্যাশনাল টি, জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স, বিডি অয়েল্ডিং, মবিল যমুনা, ফারইস্ট নিটিং, এক্সিম ব্যাংক, সোনালী আঁশ, শ্যামপুর সুগার ও ন্যাশনাল ফিড মিল।

সর্বোচ্চ লেনদেন হওয়া দশ কোম্পানি হলো- বিএসসি, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, রূপালী লাইফ, অগ্নি সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল, জেমিনি সি ফুড, ইস্টার্ন হাউজিং ও চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের অন্যান্য সংবাদ